সেলিম হায়দার,তালা
তালা রিপোটার্স ক্লাবে শনিবার বিকালে সাংবাদিক
সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ
করেন, উপজেলার মহান্দি গ্রামের মোকাম আলী সরদারের পুত্র
আইনজীবী সহকারী মো. শাহিনুর ইসলাম শাহীন।
লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম শাহীন বলেন, হাজরাকাঠি
মৌজার আপীল কেসের বাদী ওমর আলী খাঁ দিং সম্প্রতি
ডিগ্রীমূলে আপীল স্তরে রেকর্ড পায়। এরপর গত ইং
২২/০৯/১৬ তারিখ কয়েকটি পত্রিকায় উক্ত রেকর্ডের বিরুদ্ধে
কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। যা সম্পূর্ন
মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে ওমর আলী খাঁ দিংদের
সম্পত্তি সাতক্ষীরা ২য় মুনছেপ আদালতের রায় ডিগ্রী
মোতাবেক সম্পত্তি সঠিক ভাবে দুই শরিকের নামে অর্ধেক
অর্ধেক ভাবে রেকর্ড হয়েছে। আপীর কেসের শুনানী সময় উভয়
আপীলকারী পক্ষ আপোসে আলোচনা মোতাবেক রেকর্ড
সংশোধন করার আবেদন করেন।
যা সেটেলমেন্ট অফিসারের আইনজীবী সহকারী সাইদুর
রহমান ও শাহিনুর রহমান ওমর আলী খাঁর অংশনামা লিখে দেন।
অংশনামা মোতাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী
মনিরুজ্জামান উক্ত আপোসনামা মোতাবেক রায় প্রদান
করেছেন। ডিপি ৩৭৯ ও ১২৯৯ খতিয়ানে বিবাদীর রেকর্ড
বহাল রাখেন নাই বরং বিবাদীর নাম ও অংশ কর্তন করে বাদীদের
সঠিক ভাবে রেকর্ড দিয়েছেন। এই রেকর্ড সেটেলমেন্ট
অফিসার যথাযথ এবং নিয়ম মাফিক ভাবে প্রদান করেন।
এখানে কোনও ঘুষ বা দূর্ণীতির আশ্রয় নেয়া হয়নি এবং
কোন অনিয়মও করা হয়নি। মূলত নিজেদের অনুকুলে
অবৈধভাবে রায় নিতে ব্যর্থ হওয়ায় একটি মহল নানাভাবে
অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদিকে শাহিনুর ইসলাম
শাহিনকে রাজনৈতিক এবং প্রশাসন দিয়ে হয়রানী করার জন্যও
ওই মহলটি নানাভাবে চেষ্টা চলাচ্ছে। অথচ শাহিনুর ইসলাম
শাহিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই বলে সংবাদ
সম্মেলনে তিনি জানিয়েছেন।