গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে
গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের
সামনে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসুচি পালন করেছে। গাইবান্ধা
আধুনিক কিন্ডার গার্টেন এসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের প্রায় ২শ’ জন শিক্ষক- ও
কর্মচারি অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা আধুনিক কিন্ডার গার্টেন
এসোসিয়েশনের পরিচালক আবু রায়হান চাকলাদার, সভাপতি মুফিদুল ইসলাম
ডিউক, সিনিয়র সহসভাপতি আলেক উদ্দিন, সহসভাপতি জিলুর রহমান, সাধারণ
সম্পাদক আব্দুস ছালাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন পেয়ারা, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম,
কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এ সকল কর্মকান্ডের সাথে জড়িতদেরকে আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া দেশে সকল ধরণের
জঙ্গিবাদ, সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড বন্ধ করতে সর্বস্তরের মানুষকে সচেতন ও
সজাগ থাকার আহবান জানান।