শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরশহরের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা শরীফুল ইসলামসহ স্থানীয় পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি, নোংরা পরিবেশে পচা-বাসি খাবার বিক্রির কারণে শহরের ধুনটমোড় আঁখি মনি হোটেল এন্ড রেস্টুরেন্টে ৩০হাজার টাকা, ভাণ্ডারি হোটেলে ১০হাজার টাকা, বাসষ্ট্যান্ডস্থ সুমির বসাকের পাইকারি মুদি দোকানে ৩০হাজার টাকা, স্যানাল পাড়াস্থ সুভাস চন্দ্রের দোকানে ৫হাজার টাকা এবং সঞ্জিত সরকার ভোমের দোকানে ৫হাজারসহ মোট ৮০হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে শহরের প্রায় সব খাবার হোটেল ও মুদি দোকান বন্ধ হয়ে যায়। অভিযান শেষ হলে দুপুরের পর আবার ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা স্বাভাবিক হয়ে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।