মোঃ রুহুল আমীন, আত্রাই
নওগাঁর আত্রাইয়ে বুধবার বিকালে শিমুলকুচি গ্রামে ব্রজপাতে জামিনুর ইসলাম (২৬) নামে এক ব্যক্তির
মৃত্যু হয়েছে। অপর একজন আহত হয়েছে।
নিহত জমিনুর ইসলাম বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আমজাদ শাহর পুত্র। অাহত জিয়াউর(২২)
শিমুলকুচি গ্রামের আজিবর মন্ডলের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,গত চার মাস আগে শিমুলকুচি গ্রামের ফজলুর শাহ'র মেয়ে ইলার সাথে বিয়ে হয়
জমিনুরের। কয়েক দিন হল শ্বশুরালয়ে এসেছে। আজ বিকাল ৫টায় জামিনুর শ্যালক জিয়াউরের সঙ্গে
গ্রামের মধ্য ঘুরতে বেরিয়ে ছিল পথি মধ্য বৃষ্টিপাত শুরু হলে বাড়ী ফিরে আসার পথে প্রচণ্ড
বজ্রাঘাতে জমিনুররে সারা শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার জমিনুরকে মৃত ঘোষনা করে। অপর দিকে জিয়াউরকে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।