গাজীমাসুম-পাথরঘাটা,বরগুনা
পাথারঘাটার মাছের পল্টনে, বঙ্গব সাগরে মাছ ধরা
অনেক জেলের নৌকা, মাছ নিয়ে ফিরেছে আজ । তুলনা মূলক
অনেক বেশী মাছ পেয়েছেন বলে জানিয়েছেন তারা । বর্তমানে
মাছের বাজার অনেকটা ভাল। মন প্রতি ১৬-২০ হাজার টাকা
প্রর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এই পল্টনে ।
বছরের এই সময় জেলেরা তাদের খরচ পুশিয়ে লাভ বান হতে পারবেন
বলে আশাকরছেন জেলে এবং নৌকার
মালিকরা
তবে মাছের আরোদের মালিকগন জানিয়েছেন পাথরঘাটার থেকে
ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকার কারণে অনেকটা
ভোগান্তিতে পরতে হচ্ছে পরিবহন ব্যবস্থা নিয়ে ।
বঙ্গব সাগরের সুস্বাদু ইলিশের স্বাদ সারা বাংলার মানুষের ধার
প্রান্তে পৌছেদিতে পাথরঘাটার সাথে সারা দেশের
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা একান্ত প্রয়োজন । ফলে
বঙ্গবসাগরের অফুরন্ত মৎস ভান্ডার দ্বারা মাছে ভাতের বাঙ্গালীর দেশ
দিনদিন আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।