ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা প্রশাসন ও
ওজোপাডিকো’র উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে
‘জ্বালানি নিরাপত্তা বিশ্বব্যাপী কয়লার ভুমিকা’ শীর্ষক স্কুল, কলেজ ও
মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও
পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কাঠালিয়া
মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা
অনুষ্ঠিত হয়। উপজেলা আবাসিক প্রকৌশলী মো. আবু রায়হান এর
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান। এসময়ে বক্তব্য রাখেন উপ-
সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মো. হারুন
অর রশিদ, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম,
অধ্যাপিকা রেহানা খান, সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,
শিক্ষার্থী ইসরাত জাহান মীম, নাঈম হোসাইন, লাখি আক্তার প্রমূখ।
সভাশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।