শোয়াইব আড়াইহাজার থেকেঃ
আড়াইহাজার ধন্দীর বাজারে জমে উঠছে ইলিশ বেচা কেনার মহাউৎসব।যেমন বিক্রেতা তেমন ক্রেতার ভিড়।বাজারে ছোট মাছ নেই বলেই চলে।নানান শ্রেণীর নানান পেশার মানুষ মাছের রাজা ইলিশ ক্রয় করতে পারছেন।সকল মানুষের মুখে বড় ইলিশের কথাই শুনা যায় কেজি প্রতি ৫৫০-৬০০ টাকা। এবারের ইলিশের সংখ্যা অন্যান্ন বছরের চেয়ে তুলনামুলকভাবে বেশি।সরকারের পদক্ষেপ ছোট ইলিশ না ধরা আইনত অপরাধ সকল জেলেদের কাছে শিক্ষাটা প্রেরন করতে পারায় আজ এমন বড় ইলিশের মুখ দেখতে পাচ্ছেন যেমন ক্রেতা তেমন বিক্রেতা।