মোঃ ফজলুল হক বেপারী
উপজেলা প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর।
গাজীপুর জেলা একটি শিল্প এরিয়া। এখানে অনেক কল-
কারখানায় গ্যাস সংযোগ নেই। তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকার বহু
বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। গ্যাস রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ
মানুষ নানা ভাবে ব্যবহার করতেছে। কেউ কেউ বৈধ একটি লাইজার
থেকে একাধিক লাইন নিয়ে বিভিন্ন বাড়ীতে সাপ্লাই দিয়ে ব্যবসা
করচ্ছে। অনেকেই ছোট ছোট কল-কারখানায় যেমন, চানাচুর,
বেকারী, মোমবাতি ও চিপস তৈরি করছে গ্যাস দিয়ে। তদারকি করার
কেউ নেই। তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতি ও অসাধু কিছু
কর্মকর্তা-কর্মচারীরা এ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন। একটি লাইজার
থেকে ৫টি চুলা ব্যবহারের অনুমতি নিয়ে দুই তিনটি বাড়িতে ১০
থেকে ১৫টি গ্যাসের চুলা বাহির থেকে কিনে এনে দিব্যি বৈধ্য
গ্যাস বলে চালিয়ে দিচ্ছে। সরকার আবাসিক গ্যাস চুলার মূল্য ডাবল
করায় সরকার বহু রাজস্ব পাচ্ছে না। সরকার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন
করার পর অনেক স্থানে ক্ষমতার দাপট দেখিয়ে পূনরায় অবৈধ গ্যাস
সংযোগ দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে মাইকিং করার পরও যারা
অবৈধ গ্যাস সংযোগ দিবেন তাদের বিরোদ্ধে এক লক্ষ টাকা
জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। তিতাস গ্যাস কোম্পানির
উর্দ্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি
দৃষ্টি আকর্ষণ করচ্ছি যেন এই রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্য যথাযথ
ব্যবস্থা নেওয়া হয়।