নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিযে রেজিষ্ট্রী করার দায়ে বেলকা ইউনিয়নের
কাজী আবু রায়হানের নিবন্ধীত বহি জব্দ করাসহ বর মনোয়ারুল ইসলামের ১৫ দিনের
বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের
নুরুল হকের মেয়ের সঙ্গে বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের সায়েদ আলীর ছেলে
মোনোয়ারুল ইসলামের বিয়ে রেজিষ্ট্রী করেন। এসময় গোপন সংবাদের ভিক্তিতে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম অভিযান চালান। এ সময় টের পেয়ে এই বাল্য
বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা পালিয়ে গেলেও কাজীর ঐ নিবন্ধীত বহিটিসহ বর
মনোয়ারুলকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমান আদালত। পরে নিবন্ধীত বহি জব্দ
করাসহ বর মনোয়ারুল ইসলামের ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করা হয়ে
বলে জানা গেছে।