রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিধবা নারীকে গণধর্ষণের
অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ম১⁄২লবার সকাল থেকে বিকেল পর্যন্ত
উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের
গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, নড়াইল জেলার সদর উপজেলার
দলজিৎপুর এলাকার এক বিধবা নারীর স১ে⁄২ গোলাকান্দাইল এলাকার টুটুল হাওলাদারের
মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৫ দিন আগে টুটুল হাওলাদার
বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকা
নিয়ে এসে রাশি বেগমের বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ির একটি ঘরে আটকে
রেখে ৪ দিন টুটুল হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে বিধবা নারীকে গণধর্ষণ করে।
গত সোমবার রাতে কৌশলে নির্যাতিত ওই নারী পালিয়ে এসে থানা পুলিশকে
বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ধর্ষিত বিধবা নারীকে বাদী করে একটি মামলা
নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে ওই ৯ জনকে গ্রেফতার
করে পুলিশ। গ্রেফতারক…তরা হলেন, গোলাকান্দাইল নাগেরবাগ এলাকার টুটুল
হাওলাদার (২৫), রুবেল মিয়া (২৬), বাচ্চু শেখ (২৫), নুরু৩⁄৪ামান (২৪), নবাব আলী
(২৪), মাহবুব মিয়া (২২), রিপন (২০), রবিন (২০) ও রাশি বেগম (৪৬)। এদের মধে ̈
গণধর্ষণের সহযোগিতা করায় রাশি বেগমকে গ্রেফতার করা হয়। আসামীদের
নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।