শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝালকাঠিতে পবিত্র কুরবানির গোশত বিতরনের সময় মটোরসাইকেলের হর্ন বাজানো কে কেন্দ্র করে দুই যুবককে বেধরক মারধর,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠিতে পবিত্র কুরবানির গোশত বিতরনের সময়

মটোরসাইকেলের হর্ন বাজানো কে কেন্দ্র করে দুই যুবককে বেধরক মারধর,

২৬ কেজি গোশত সহ নগদ টাকা ছিনতাই ও বাজাজ অটো এলটিডি-

২০০৯ মটোরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগে থানায় মামলা

দায়ের করা হয়েছে। শনিবার রাতে ৯টায় ঝালকাঠি থানায় সদর উপজেলার

নথুল্লাহবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামের মোঃ লিমন খান বাদি হয়ে

নামধারী ৮জন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা (নং-১৩ তাং

১৭/০৯/২০১৬ইং) দায়ের করা করেছে।

মামলা বিবরনে উল্লেখ করা হয়েছে, পবিত্র কুরবানির দিন বাদি মিলন খান

ও জাহিদ খান মটোরসাইকেলে করে এলাকার আত্মীয়-স্বজনের বাড়ীতে

গোশত বিতরনের সময় আসামী মামুন গাজী (৩৮) মাহমুদ গাজী (৩৫),

মাসুম গাজী (৩৮), খোকন গাজী (৪৮), ও দুলাল গাজী রাস্তার মধ্যে দাড়িয়ে

গল্প করছিল। এসময় মটোরসাইকেলের হর্ন বাজালে আসামীরা ক্ষিপ্ত হয়ে

মিলন খানের পথরোধ করে ও হর্ন বাজালো কেনো জানতে চেয়ে অশ্লীল

গালাগাল শুরু করে।

সে গালাগালের প্রতিবাদ করলে আসামীরা চিৎকার দিয়ে নজরুল ইসলাম

(৪৫), জামাল উদ্দিন (৫৫), হিরা (২৭) সহ আরো ৫/৬ ধাড়ালো অস্ত্র ও

লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে বাদি মিলন ও তার সঙ্গী

জাহিদকে একযোগে মারধর শুরু করে। এসময় হামলাকারীরা তাদের সাথে

থাকা ৪টি বাজারের ব্যাগে ২৬ কেজি গোশত, সনি এক্সপ্রিয়া জেড-৫

মোবাইলফোন, নগদ টাকা সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।

এমন কি মারধরের এক পর্যায়ে বাদি মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা

তাদের মটোরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিলে সম্পূর্ন ভষ্মিভূত করে ও

এনিয়ে বাড়াবাড়ি করলে খুন-গুমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি

তাৎক্ষনিক ভাবে ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল কবিরকে জানালে তিনি

পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ভষ্মিভূত

মটোরসাইকেলটি উদ্ধার করে ঝালকাঠি থানায় নিয়ে আসে।

এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন কুমার ঘোষ

জানান, ভষ্মিভূত মটোরসাইকেলটি উদ্ধার করে আলামত হিসাবে জব্দ করা

হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451