বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

যৌতুকের দাবীতে পাইকগাছার গৃহবধুকে ঢাকায় হত্যার অভিযোগ : স্বামী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

হাফিজা আক্তার রাণী (১৯) নামে পাইকগাছার এক গৃহবধুকে যৌতুকের

দাবীতে ঢাকায় হত্যার অভিযোগ উঠেছে। সাভার থানা পুলিশ ময়না তদন্ত শেষে

লাশ হাফিজার পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পাইকগাছা

থানাপুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শেখ রেজাউল করিম ইমন (৩০) কে

আটক করেছে।

থানা পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ মাস পূর্বে

পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের হাফিজুর রহমান গাজীর মেয়ে হাফিজা

আক্তার রাণীর সাথে একই উপজেলার সোনাতনকাটি গ্রামের মোশাররফ হোসেন

কিরণের ছেলে শেখ রেজাউল করিম ইমনের বিয়ে হয়। বিয়ের পর হতে ব্যবসায়িক

সূত্রে ইমন দম্পত্তি ঢাকার সাভারের ডগর মোড়া আবাসিক এলাকায় ভাড়াটিয়া

বাড়ীতে বসবাস করে আসছে। হাফিজার পিতা হাফিজুর রহমান জানান, বিয়ের পর

হতে ইমন বিভিন্ন সময়ে যৌতুকের টাকা দাবী করে আসছে। ইতোমধ্যে

পর্যায়ক্রমে ৭ লাখ টাকা দেয়া হলেও অতিরিক্ত আরো ৫ লাখ টাকা দাবী করে আসছিল।

আর এ টাকার জন্য ইমন বিভিন্ন সময় আমার মেয়েকে মানসিক ও শারীরিক

নির্যাতন করে আসছিল। তিনি অভিযোগ করেন, ইমন বৃহস্পতিবার রাতে

হাফিজাকে হত্যার পর তার মৃত দেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে

চালিয়ে দেয়ার চেষ্টা করে। ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান জানান, সাভার

মডেল থানা পুলিশ শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্ত

শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে শনিবার রাত ১২ টার দিকে মৃত দেহ

হাফিজার পিত্রালয় গোপালপুর পৌছালে শতশত জনতার রোসে পড়েন স্বামী ইমন। পরে

খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ইমনকে উদ্ধার এবং

আটক করা হয়। তবে ইমন হাফিজাকে আত্মহত্যা করতে প্ররোচনা করেছে অথবা

হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে বলে মৃতের পিতা অভিযোগ

করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী ইমন থানা হেফাজতে ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451