সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে ৪ শিশু হত্যাকান্ড ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

 

দিদারএলাহী সাজু, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যা মামলায় ৮ আসামীর

বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় নির্ধারিত তারিখ অভিযোগ গঠন করেন হবিগঞ্জে জেলা ও দায়রা

আতাব উল্লাহ।

আগামী ২৬ সেপ্টেম্বর সাক্ষী গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

নারী ও শিশু আদালতের পিপি আবুল হাসেম মোল্লা মাসুম জানান, বাহুবলে ৪ শিশু হত্যা মামলায়

৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ৫ জন কারাগারে আটক এবং ৩ জন

পলাতক রয়েছে। তিনি আরও জানান, আসামী হাবিবুর রহমান আরজুর জামিন আবেদন করলে

আদালত না মঞ্জুর করেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে মামলাটি শিশু আদালত থেকে নারী ও শিশু

আদালতে স্থানান্তর করা হয়েছে।

আদালতে শুনানীকালে কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল

মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে কঠোর নিরাপত্তার মাধ্যমে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মাঠে খেলা দেখতে

গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারী বাড়ির অদূরে বালু মহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায়

তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত শেষে ৮ জনের

বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। আসামীদের মাঝে কারাগারে আটক

আছে ৫ জন এবং পলাতক রয়েছে ৩ জন। পলাতকরা হচ্ছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451