শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এমদাদ হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন।

অপর আসামিরা হলেন বেসরকারি টেলিভিশন ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সারোয়ার।

পুলিশের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, এ অভিযোগপত্রটি আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে উপস্থাপন করা হবে। ওই দিন মামলার ধার্য তারিখ রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাহেরা বানু জানান, এ মামলায় তারেক রহমান ও মাহাথীর ফারুকী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছে। অপরদিকে ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও কনক সারোয়ার কারাগারে আটক রয়েছেন।

এসআই আরো জানান, অভিযোগপত্রটি দণ্ডবিধির ১২৪ ও পুলিশ ইনসাইটমেন্ট অব ডিস এফেকশান-এর ১৯২২-এর ৩ ধারায় দাখিল করা হয়েছে।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন এসআই বোরহান উদ্দিন। মামলা নম্বর ১৩ (১) ১৫।

এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান তাঁর বক্তব্যে- দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।

এ ছাড়া পলাতক আসামি হিসেবে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামও রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451