বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বগুড়ার শেরপুরে গাড়িচাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহীত।

 

বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশাতে থাকা শিশুসহ ৩ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাত এক মহিলা। আহতরা হলেন, তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) একজনের নাম জানা যায়নি।

জানা গেছে, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদের সামনে পৌছালে পেছন অজ্ঞাত যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ একমহিলা মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৫জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেকজনের মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় পতিত অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিলো অথবা উঠাচ্ছিলো। এমন সময় অজ্ঞাত একটি যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৫ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলো। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকী ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। লাশ মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451