বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :-
অাজ সকাল ১১ টায় ‘উত্তর চট্টগ্রামের প্রথম ডিজিটাল স্কুল’ গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ‘ এসো সবুজ পৃথিবী গড়ি ‘ শ্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধী ও ফলজ বৃক্ষ রোপন ২০১৬ সম্পন্ন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সন্তান গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি পেয়ার অাহমদ অাফিফ, সিনিয়র শিক্ষক জাকির হাছান, শিক্ষিকা রোমেনা অাক্তার,শিক্ষিকা অাকলিমা অাক্তার, শিক্ষিকা অারজুমান অাক্তার, অভিভাবক সদস্য বৃন্দ, ছাত্র-ছাত্রী অংশ নেয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাকরুন নাহার।