রূপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জের পার্শবর্তী ডেমরায় ভুল চিকিৎসায় এক
নবজাতকের মৃতু ̈ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ
এলাকাবাসী হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। এসময় হাসপাতাল এলাকায় চরম
উত্তেজনার সৃষ্টি হয়। শুμবার সকালে ডেমরার কোনাপাড়া বাজার এলাকায় মাতুয়াইল
মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের পরিবার ও ̄’ানীয় সূত্রে জানা যায়, বৃহ ̄úতিবার রাত সাড়ে ১১ টার দিকে
কোনাপাড়া বাজার এলাকায় মাতুয়াইল মেডিকেয়ার জেনারেল হাসপাতালে মা
হাসিনা আ৩ারকে (৩৮) সিজার করেন। এ সময় সহকারী অধ ̈াপক ডাঃ বেগম
শামছুননাহার শিরীন শিশুটিকে ভূমিষ্ট করার সময় তার লি১⁄২ ও শরীরের বেশ কয়েক ̄’ান
কেটে ফেলেন। এতে শিশুটি স১ে⁄২ স১ে⁄২ মারা যায়। এদিকে ঘটনার পর থেকে ডাঃ
শিরীন পলাতক রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের পরিবারের কাছ থেকে
জোরপূর্বক অতিরি৩ ৫ হাজার টাকা আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে। মৃতের
মা হাসিনা আ৩ার চাঁদপুরের হাজীগঞ্জ থানার বেতিয়াপাড়া গ্রামের ইলেকটিধক
মি ̄¿ী রেজাউল করিমের ̄¿ী। তারা কোনাপাড়া নূরআলী মসজিদ সংলগ্ন এলাকায়
বসবাস করেন। হাসপাতালের মালিক রুবেল মিয়া বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা
চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল মালিক মো. রুবেল সাংবাদিকদের
স১ে⁄২ কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব ̈পারে ডেমরা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এসএম কাওসার বলেন, অভিযোগ দিলে ব ̈ব ̄’া নেয়া হবে।