বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

চালু হলো বিজিবির ব্যাংক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বিজিবির সদর দপ্তরে আজ বৃহস্পতিবার সীমান্ত ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওয়েলফেয়ার ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল ‘সীমান্ত ব্যাংক’। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তরে ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যাংকটি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করলেও এর আয় দিয়ে বিজিবি সদস্যদের সহজ শর্তে ঋণ প্রদান, ডিপোজিট ও পেনশন স্কিম এবং চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, ‘এই ব্যাংক বিজিবির সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার।’

বিজিবির কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষার পাশাপাশি দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রিয় বিজিবির সদস্যবৃন্দ, আপনারা শৃঙ্খলা, আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিজিবির সুনামকে অক্ষুণ্ণ রাখবেন। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশ ও জাতির স্বার্থ রক্ষার উন্নয়নে আরো নিবেদিত হবেন। দুর্ভাগ্য আমাদের ’৭৫-এর পর থেকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ নানাভাবে দেখা দিয়েছে। কিন্তু আজকে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। কাজেই এই পথ পরিহার করে সবাই যেন সুস্থ পথে ফিরে আসে এর জন্য সবার যার যার কর্মস্থলে দায়িত্ব পালন করবেন সেটাই আমি আশা করি।’

বিজিবিকে আরো শক্তিশালী ও যুগোপযোগী করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিগত সাত বছরে নারী সদস্যসহ বাহিনীটির জন্য ২৪ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের নামে কিছু মানুষ শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে।’

সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘হতদরিদ্রদের জন্য শিগগিরই পল্লী রেশনিং কার্ড চালু করা হবে আর কার্ডধারীরা ১০ টাকায় চাল কিনতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451