মাসুদুর রহমানঃসরিষাবাড়ীতে খ্যাতনামা মাদক সম্রাট
তাড়িয়াপাড়া গ্রামের অলি শেখের ছেলে হেলাল মিয়া (৫২) কে
গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১১:৩০
টার দিকে এ আর এ জুট মিলের সামনে থেকে ৫ গ্রাম হিরোইন
সহ তাকে গ্রেফতার করা হয়।যাহার মুল্য আনুমানিক
২০,০০০/(বিশ হাজার) টাকা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়,সরিষাবাড়ী পৌরসভার
তাড়িয়াপাড়া গ্রামের অলি শেখের ছেলে মাদক সম্রাট হেলাল মিয়া
দীর্ঘদিন ধরে অবাধে হিরোইন,ইয়াবা বিক্রি ও ভিবিন্ন জেলা
এবং উপজেলায় পাচার করে আসছে। গত ২৫আগষ্ট দৈনিক
আলোচিত জামালপুর পত্রিকায় “সরিষাবাড়ী তাড়িয়াপাড়া গ্রামে
বাড়ছে মাদক” শিরোনাম প্রকাশিত হয়।প্রকাশিত সংবাদের
পরদিন তথ্য সংগ্রহ করতে গেলে হেলাল মিয়া এ প্রতিবেদককে
হত্যা করে ৪ বৎসর হাজত বাস করবে বলে হুমকি দেয়। গোপন
সংবাদের ভিত্তিত্বে সরিষাবাড়ী থানার এস আই (উপ-পরিদর্শক)
মতিয়ার রহমান,এ এস আই (সহকারী উপ-পরিদর্শক) ইমান আলীর
নেতৃত্বে এ আর এ জুট মিলের সামনে তার দোকান থেকে
পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ৫ গ্রাম হিরোইন সহ
গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ। দৈনিক প্রথম আলোর
সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম ও দৈনিক সমকালের
সরিষাবাড়ী প্রতিনিধি সোলাইমান হোসেন (হরেক) হেলাল
মিয়াকে নিরোপরাধ বানানোর জন্য রাতভর দফায় দফায় তদবীর করেও
ব্যর্থ হন।সকালে থানা থেকে জামালপুর জেল হাজতে প্রেরনের সময়
অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খানের সাথে হেলালকে
নিরোপরাধ বানানোর বিষয়ে তর্ক-বির্তক হয়েছে বলেও জানা
যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম
খান জানান, হেলাল মিয়া এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত। তিনি
দীর্ঘদিন ধরে ইয়াবা ও হিরোইন ব্যবসা করে আসছিল।
সরিষাবাড়ী থানা পুলিশ হেলালকে হিরোইন সহ গ্রেফতার করেছে।