হেলাল শেখ- ঢাকা ঃ
আসন্ন পবিত্র ঈদুল আজাহায় ঘর মুখো যাত্রীদের সুবিধার্থে
যানজট নিরসনে এবারও এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ
করবে বলে জানিয়েছেন,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের।
বুধবার সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত
২০ বছর মেয়াদী সংশোধিত কৌশলগত পরিবহন পরিকলল্পনার (আরএসটিপি)
ওপর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক হাজার রোভার স্কাউুট সদস্য কাজ করবেন।
মন্ত্রী জানান, এইবারও ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যানজট
নিরসনে এই ঈদে যাত্রীদের সঠিক সময়ে বাড়ি পৌঁছানো ও যানজট
এড়ানোসহ বিশেষ সুবিধা দিতে অতিরিক্ত ৮০টি গাড়ি প্রস্তুত থাকবে।
মন্ত্রী আরও জানান, এবারের ঈদ যাত্রায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায়
চলাচলের জন্য বি আর টিসির স্পেশাল সার্ভিস থাকছে ৪৫০টি বাস। এ
ছাড়া ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসির
৫০০টি বাস আগামী ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই ঈদে স্পেশাল
সার্ভিস হিসেবে চলাচল করবে। উক্ত ব্যাপারে সাধারণ মানুষ বলছে,পুলিশের
চেয়ে স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করে এক ‘শ’ এক‘শ’! এবং এই বিশেষ
ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রায় ৯০% মানুষ।