হেলাল শেখ ঢাকা ঃ
ঢাকার সাভার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ
বিছিন্ন করেছে তিতাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক
প্রকৌশলী মোহাম্মাদ মোকছেদুর রহমান।
ঢাকার “সাভার আশুলিয়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ”শিরোনামে- বাংলার প্রতিদিন ও দৈনিক
বাংলাদেশেরপত্র পত্রিকাসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ
হওয়ায়,গত সোমবার দুপুর থেকে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন
কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মাদ মোকছেদুর রহমানের নেতৃত্বে
অভিযান চালিয়ে,আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় অবৈধ গ্যাস বিছিন্ন শুরু করা
হয়। মোকছেদুর রহমান সাংবাদিকদের জানান, আশুলিয়ার বাসাইদ এলাকায় রাজু আহম্মেদ
নামে এক ব্যক্তি উক্ত এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা
নিয়ে প্রায় ২২‘শ পরিবারের রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।
উক্ত এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে প্রায় ২২‘শ পরিবারের অবৈধ
গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। এ এলাকায় ৫টি পয়েন্ট মাটির নিচে থাকা
গ্যাসের পাইপ তুলে নিয়ে লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে সিলগালা করা হয়েছে। অবৈধ
গ্যাস সংযোগ প্রদানকারী ঠিকাদার রাজুর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে বলে তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারা জানান।
জানা গেছে, সাভার আশুলিয়ায় প্রতিটি এলাকায় এ রকম হাজার হাজার অবৈধ গ্যাস
সংযোগ রয়েছে। প্রশ্নঃ রাতের আধারে কিভাবে গ্যাস সংযোগ দেয়া যায় ? আর কোন
খুঁটির জোড়ে এইসব অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকা
রাজস্ব ফাঁকি দিচ্ছে ? এলাকাবাসী বলছেন, অফিসের কর্মকর্তারা জড়িত না থাকলে কি
করে সম্ভব গ্যাস সংযোগ দেওয়া ? উক্ত অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে পর্ব ২।
সাইফুল ইসলাম হেলাল শেখ,
ভ্রাম্যমান প্রতিনিধি ঢাকা।