হেলাল শেখ-ঢাকা
ঢাকার সাভারের আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া বাজারে এঘটনা ঘটে।
নিহত লিটুল ফকির (৩৭) ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শাফিজ উদ্দিন ফকিরের ছেলে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফরহাদ হায়দার জানান, সকাল আনুমানিক ৮টার দিকে আশুলিয়া
বাজারে দায়িত্ব পালন করছিলো ট্রাফিক কনস্টেবল লিটুল ফকির।
তখন আচমকা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে
উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করে।খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে পুলিশ পিকআপ ভ্যান ও এর
চালককে আটক করতে পারেনি।নিহত লিটুল ফকির তিন সন্তানের জনক।অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের
সাভারের বলিয়ারপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে অন্তত ২০
যাত্রী। পরে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।