জাহিদ হাসান। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যায় ৪২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান-উপজেলার ৫টি ইউনিয়নে চরাঞ্চল কৃষকের শষ্য ক্ষেত সমপূর্ণ ৬৫০ হেক্টর, আংশিক ২০৮০ হেক্টর, বীজ তলা ২০০ হেক্টর,আংশিক ২৫০ হেক্টর ,পাট ৫৫০০ হেঃ এর মধ্যে ১২০০ হেঃ সম্পূর্ণ ১৫০ হেঃ আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৪০ হাজার। ক্ষতির পরিমান প্রায় ২৭ কোটি টাকা। উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন জানান-পাকা রাস্তা আংশিক ক্ষতি ৮.০৪ কিঃমিঃ,কাঁচা সড়ক ৮১ কিঃমিঃ,প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ক্ষতি ৬৯ টি,উচ্চ বিদ্যালয় আংশিক ক্ষতি ১৭টি,মাদ্রাসা ৬টির আংশিক ক্ষতি,নলকুপ গভীর আংশিক ক্ষতি ২টি,অগভীর সমপূর্ণ ক্ষতি ১৬টি,স্বাস্থ্য সম্মত পায়খানা সমপূর্ণ ক্ষতি ৯০টি এবং আংশিক ক্ষতি সাধিত হয়েছে ৩৫টি, বাঁধ ৫টি,সুইচ গেটের সংরক্ষণ অংশ ৮টি। বিশ্ব খাদ্য কর্মসূচি’র সহায়তায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সহন শীর্ষক প্রকল্পে’র ১ কোটি ৫৪ লাখ টাকায় ২ হাজার মহিলা দিয়ে তৈরি উপজেলার পোগল দিঘা ইউনিয়নের ৩টি,ভাটারার-১টি,সাতপোয়ার ২টি রাস্তা সম্পূর্ণ ক্ষতি হয়েছে।এতে মোট ক্ষতি প্রায় ১১কোটি টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শায়লা শারমিন জানান, উপজেলার ২১৭টি পুকুর সমপূর্ণ ক্ষতি ৩০ টি পুকুর,আংশিক ক্ষতি ২টি বিল সম্পূর্ণ ২টি আংশিক ক্ষতি হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হামিদুল হক জানান-সরিষাবাড়ী উপজেলার পৌরসভা সহ ক্ষতিগ্রস্ত এলাকা ১২৮.৯৪ বর্গ কিঃমিঃ। মোট খানা ৮০ হাজার ৯৮টি এর মধ্যে ক্ষতিগ্রস্ত খানার সংখা ৬৫ হাজার। এদের ২৫০টি ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান সরকারিভাবে বন্যা দুর্গতদের মাঝে জি আর চাল ১৪৩.০০ মেঃটন ,মুডি ১০ বস্তা,আলু ১০ বাস্তা,মরিচ ১ বস্তা,পিয়াজ ৪ রাস্তা,বিস্কুট ৮৩ কাটুৃন ৭১ প্যাকেট,চিড়া ১৬ বস্তা ২৫ প্যাকেট. গুর ১৬ প্যাকেট,বিস্নচিং পাউডার ৬০ ব্যাগ,খালি বস্তা ৮০০ পিস এবং ৩০০ প্যাকেটে শুকনো খাবার,চাল,ডাল, তেল, লবন, দিয়ারশলাই, চিনি বিতরণ করা হয়েছে