মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

গণস্বাস্থ্যের কর্মকর্তাদের অনিয়ম দূর্নীতির অভিযোগ-এক শ্রমিকের মৃত্যু রহস্যজনক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি হেলাল শেখ-ঢাকাঃ

ঢাকার সাভারে গণস্বাস্থ্যের বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে, হাসপাতালের আবাসিক ভবন

থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গণস্বাস্থ্য হাসপাতালের কর্মরতরা দাবী করছেন, নবনির্মিত

একটি ৫ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতায় মাচা ভেঙ্গে ৩ জন শ্রমিক নিচে পড়ে যায়। তিন জনের মধ্যে

একজন ঘটনাস্থলেই নিহত হয় ও গুরুতর আহত হয় সঙ্গে থাকা দুইজন শ্রমিক। আহত দুই শ্রমিককে উদ্ধার করে

গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৫ আগস্ট বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার

মির্জানগরে গণস্বাস্থে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীরা জানান। নিহত এই শ্রমিকের মৃত্যু পরিচয়

পাওয়া যায়নি বলে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানয়ীরা।

জানা গেছে,গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেড ব্যক্তিগত বিনিযোগের মোটা অংকের টাকা

গ্রহণ করে সেই টাকা ফেরত না দেওয়ার কৌশল করছেন প্রতিষ্ঠানের মালিক। গণস্বাস্থ্যে চাকুরি করে অনেকেই

মাসের পর মাস বেতন না পেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে

অভিযোগপত্র পাঠিযেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, বরিশাল জেলার কামরুজ্জামান ০২/০৯/২০০৭ ইং সালে

স্থানীয় (বনানী ,বি. এম কলেজ রোড) বরিশাল ডিপো অফিস ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব নিয়ে এ পর্যন্ত

‘৭৭৭৪০০./ টাকা পাওনা বলে কামরুল দাবি করেন। তার পাওনা টাকা না পেয়ে বরিশাল উপ-মহাপরিদর্শক শ্রম ও

কর্মসংস্থান মন্ত্রণালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর অভিযোগ করেছেন। অন্যদিকে গাজীপুর জেলার

কাশিমপুর এলাকার এনায়েতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে মিনা পারভীন জানান, তার ১,০০,০০০,০০/

এক লাখ টাকা ব্যক্তিগত বিনিয়োগ করেছেন। তিনি সেই টাকা ফেরত চাইলে-তাকে গণস্বাস্থ্যের চাকুরি

থেকে বরখাস্ত করা হয়েছে।

গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস্ধসঢ়; রিমিটেড এর প্রধান কার্যালয় মির্জানগর, ঢাকা- ১৩৪৪এর বিরুদ্ধে

এরকম অভিযোগ ও রহস্যজনক অনেক ঘটনা রয়েছে বলে জানান, বরিশালের কামরুজ্জামান ও মিনা পারভীনসহ

অনেকেই। তথ্য মতে, সাভারের মিসেস লুৎফর রহমান, এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রথম ‘৯ বিঘা জমি’ দান করার পর

থেকে শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযযুদ্ধ- বাংলাদেশ ফোর্সেস হাসপাতাল, জনহিতকর গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টেও

জনবিরোধী কর্মকান্ড। বিভিন্ন প্রকল্পে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে কোটি কোটি টাকা গ্রহণ করেও

প্রতি বছরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেটে মোটা অংকের টাকা নেওয়ার ফলে প্র্রতিষ্ঠানটির কোটি কোটি

টাকা লোকসান দেখানো হয়। কর্মকর্তাদের অনিয়ম দূর্নীতির কারণে কেউ বেতন পায় না, আবার কেউ

কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে কৌশলে ধরাছোঁর বাইরেই থেকে যায় বলে গণস্বাস্থ্যের মিনা ও

কামরুজ্জামান জানান। গণস্বাস্থ্যের প্রায় ১০টিরও বেশি প্রকল্পের অস্তিত্ব নেই বলে উক্ত প্রতিষ্ঠানের ডা.

নাজিম উদ্দিন আহমেদ (টুংগী, ঢাকা) জানান। তিনি আরও বলেন, বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রটির

কর্মকর্তাদের অনিয়ম দূর্নীতি করার কারণে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।

বাংলাদেশে এই হাসপাতালটি জাতির জনক শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনিত গণস্বাস্থ্য কেন্দ্র

চেরিট্যাবল নামে ২৯ সেপ্টম্বর ১৯৭২ সালে নিবন্ধিত হয়। এ ট্রাস্টেও ডিড অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের

প্রতিষ্ঠাতা- ডাঃ এম এ মবিন (স্কটল্যান্ড), ডাঃ এ টি এ জাফরউল্লাহ চৌঃ (ঢাকা), ডাঃ মোঃ আলতাফুর রহমান

(লন্ডন), ডাঃ কাজী কামরুজ্জামান (ইউ কে), ডাঃ বরকত আলী চৌঃ (রাজশাহী), ডাঃ নাজিম উদ্দিন আহমেদ

(টুংগী, ঢাকা) এই ৬ জনের মধ্যে ৪ জন ব্যক্তিই লন্ডন প্রভাসী ছিলেনএই প্রতিষ্ঠানটি ডিড তখন লন্ডনে

নোটারাইজ করা হয় বলে জানান, ডাঃ নাজিম উদ্দিন। উক্ত প্রতিষ্ধসঢ়;ঠানের অনিয়ম দূর্নীতি ও রহস্যজনক ঘটনা

নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে। অনেকের প্রশ্নঃ (দেশে বিদেশে) আন্তর্জাতিক ভাবে

বিভিন্ন সংস্থা এই গণস্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রতি বছরে যে অর্থ দান করেন, সে অর্থ কোথায় খরচ করা হয়?

১৯৭২ সাল থেকে এ পর্যন্ত এর সঠিক হিসাব আছে কি? নাজিম উদ্দিন বলেন, ঢাকার কাওরান বাজারের (বসু

ব্যানার্জি নাথ এন্ড কোং এই প্রতিষ্ঠানটির শুরু থেকে এ পর্যন্ত একই ব্যক্তি প্রতি বছর অঅডিড করেন),

প্রশ্নঃ এ রকম ওডিড করার কোনো নিয়ম আছে কি ? এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন ডাঃ জাফরউল্লাহ।

এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মকর্তা জাফরউল্লার সম্পদের হিসাব সরকার নিলেই কেচোঁ খুড়তে সাপের

সন্ধান পাওয়া যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451