ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে শিশু পিয়াসকে নির্যাতনের ঘটনায় আকরাম হোসেন নামে
একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) ভোরে ঝিনাইদহ শহরের শহরের পুরাতন ডিসি কোর্ট
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকরাম হোসেন সদর উপজেলার
বারইখালী গ্রামে আজাহার মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) কবির হোসেন সাংবাদিককে
বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর পিয়াসকে নির্যাতনের ঘটনায়
রোববার বিকেলে পিয়াসের খালু বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঝিনাইদহ
সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। সোমবার ভোরে
পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি আকরাম
হোসেনকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার রাতে ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে শহরের স্টেডিয়াম
সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের মালিক তিজারত
হোসেন পিয়াসকে নির্যাতন করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে
ভর্তি করা হয়।