ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের পৌরসভা বাংলাদেশের প্রথম ক্যাটাগ্রিরির পৌরসভা। এই
শহরের প্রানকেন্দ্রে অবস্থিত জনবহুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক। এই
সড়কের উত্তর পার্শে ঝিনাইদহ সদর থানার দেওয়াল ঘেঁসে ফুটপাতের
ড্রেনের উপরের ঢাকনা বসান যার উপর দিয়ে প্রতিদিন দিবারাত্রে হাজার
হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধী পায়ে হেঁটে চলাচল করে। কিন্তু
এই জন গুরুত্বপূর্ণ ফুটপাতের কয়েকটি ঢাকনা এমন ভাবে ভেঙ্গে গেছে যে
এই খান দিয়ে পায়ে হেঁটে চলাচল করা বিপদ জনক হয়ে পড়েছে।
তবুও প্রয়োজনের তাগিদে ঝুকি নিয়েই চলছে জনসাধারণ। যে কোন সময়
যে কারো ঘটে যেতে পারে দুর্ঘটনা। যে কোন সময়,ঝিনাইদহের
জনসাধারন হারাতে পারে তার জীবনের মূল্যবান সম্পদ। যাতে এই ড্রেনের
ঢাকনা গুলি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের অনূরোধ জানিয়েছে
ঝিনাইদহ পৌরসভা মেয়র মহাদয়ের নিকট ঝিনাইদহ শহরবাসী।