বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

নৌ-পথে ও বিভিন্ন রোডে অবাধে চলছে লাইসেন্সবিহীন যানবাহন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২১৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম হেলাল শেখ:

দেশের নৌ-পথে ও বিভিন্ন রোডে অবাধে চলছে লাইসেন্সবিহীন নানারকম

যানবাহন। এসব যানবাহনে মাদক দ্রব্যসহ নানারকম অবৈধ পণ্য

চোরাচালানী জমজমাট ভাবে চলছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার সদরঘাট, আরিচা, পাটুরিয়া

মানিকগন্ধসঢ়;জ সাভার আশুলিয়া,হয়ে বিভিন্ন স্থানে চোরাচালানী ব্যবসা

অবাধে চলছে। নদীর ওপাড়ে পাবনা, রাজবাড়ি, যশোর, খুলনা, বরিশালসহ

বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে আসা মাদক সহ নানারকম পণ্য ঢাকা

আসছে।

সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের হিলি সীমান্তসহ বিভিন্ন

সীমানÍ দিয়ে ভারতীয় নিষিদ্ধ অবৈধ পণ্য বাজারে আসছে লাইসেন্সবিহীন

বিভিন্ন নৌ- যানবাহন ও পরিবহনে। পাবনার নতুন থানা আমিনপুর

কাজীরহাট হতে আরিচা নৌ রুটে অবাধে লাইসেন্সবিহীন অবৈধ ট্রলার ও

স্পীটবোর্ড চলাচল করছে। এসব যানবাহনেও মাদকসহ বিভিন্ন পণ্য

চোরাচালানী হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। যাত্রীরা অনেকেই বলেন- বাড়তি

টাকা দিয়ে স্পীটবোর্ডে নদী পারাপার করছেন কিছু ভি আই পি লোকজন

ও মাদক ব্যবসায়ীদেরকে দ্রুত পারাপার করে। স্পীটবোর্ডে এক একজন যাত্রীর

কাছ থেকে ১৫০- ৩০০ টাকা নেওয়া হয়।

বিশেষ করে ট্রলারে ওই নৌ-রুটে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত

পারাপার হচ্ছেন। দৌলদিয়া ও কাজীরহাট ঘাট হয়ে প্রতিদিন হাজার হাজার

যাত্রী সাভার, ঢাকায় যাতায়াত করেন। সময় সুযোগ বুঝে লাইসেন্সবিহীন

ট্রলার এবং বিভিন্ন নৌ-যানবাহন মালিকরা ঘাটের দুই পাড়ে বীড় জমায়।

সচেতন কিছু যাত্রী সূত্রে জানা গেছে, ট্রলার চালকরা নেভিগেশন আইন

সম্পর্কে ওয়াকিবহাল নয়। এতদসত্ত্বেও তারা প্রতিনিয়ত ওই নৌ-রুটে

তাদের ট্রলারযোগে হাজার হাজার যাত্রী ও নানারকম পণ্য পরিবহন করছে। আবার

যাত্রীদের অভিযোগ সময় সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সংশ্লিষ্ট

প্রশাসনের রহস্যজনক নিরব ভুমিকায় এসব অবাধে চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451