মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনা উপর গ্রেনড হামলা ও আইভি রহমানসহ ২২জন নেতা কর্মীর হত্যার প্রতিবাদে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যাগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
আজ সকাল১১ টায় উপজেলা সাহেবগঞ্জ বাজার মোড়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারক সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সস্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সোয়ব সরদার, স্বেচ্ছাসেবক সাধারণ সস্পাদক সাজেদুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সস্পাদক রবিউল ইসলাম চঞ্চল, সুইট দত্ত, সজলসহ অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- ২০০৪ সালের ২১ আগস্ট ৪ দলীয় জোট সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা নিঃশেষ করতে চেয়েছিল। এজন্য খালেদা জিয়ার নির্দেশে তার পুত্র তারেক জিয়ার পরিকল্পনায় নৃশংস এ গ্রেনেড হামলা চালানো হয়। সভায় বক্তারা শীঘ্রই ২১ আগস্টের পরিকল্পনাকারীসহ সকল হামলাকারীদের বিচারের দাবী জানান।