গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রেহেনা খাতুন (১৮)।
জানা যায়, শুক্রবার সন্ধায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের ওমান প্রবাসী অমেদ আলীর মেয়ে রেহেনা তার মায়ের অনুপ¯ি’তিতে ওই ঘটনা ঘটায়। সে উপজেলার রোজী মোজাম্মেল মহিলা কলেজের মানবিক শাখার ছাত্রী ছিল। ইংরেজী বিষয়ে ফেল করায় আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা যায়।
যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি এসআই সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।