বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের কালাঘাটা পৌরসভার ৩ নম্বরের ওয়ার্ডের বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রতিমা রানী দে নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, বান্দরবানে রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এরপর দুপুরের দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।