লক্ষ্মীপুর প্রতিনিধি :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জয়গায় আইনজীবীদের জন্য নির্মাণাধীন ভবন অপসারণের কাজ শুর” হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে অপসারণ কাজ শুরু করা হয়।
পরে সকাল ১০টায় ঘটনাস্থল পরির্দশন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। এর আগে গত ২৫ জুলাই প্রাধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সুত্র জানায়, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জায়গায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ বেশ কয়েকজন আইনজীবী ওই ভবনের নির্মাণকাজ শুর” করেন। চলতি বছরের শুর”তে লক্ষ্মীপুর সফরে যাওয়ার পর প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্মাণ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। তারপরও নির্মাণকাজ অব্যাহত থাকায় সুপ্রিম কোর্টের এক কর্মচারী রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্মাণাধীন ভবনটিকে অবৈধ বলে রায় দেন। শুনানির একপর্যায়ে দুই সপ্তাহের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দেন আপিল বিভাগ