গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নিয়ামতপুর বহুমুখী মডেল উ”চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। ¯’ানীয় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ¯’ানীয় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক।
অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার-পোরশা নিয়ামতপুর আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার নওগাঁর পুলিশ সুপার মো: মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানে বক্তারা বলেন- দেশের বিরাজমান পরি¯ি’তিতে কতিপয় পথভ্রষ্ট, শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যাকারী ব্যক্তি/গোষ্ঠী ইসলাম প্রতিষ্ঠার নামে তরুণ ও যুবসমাজকে ভুল তথ্য দিয়ে ভ্রান্তপথে পরিচালিত করে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভুমিকে রক্তাক্ত করছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, শিক্ষিত সমাজ কখনও জঙ্গির সাথে জড়িত হতে পারে না। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলার মাটিতে সন্ত্রাসীদের কোন ঠাই নেই।
বিষেশ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে জঙ্গি তৎপরতাকে রুখে দিতে হবে। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণী পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করার আহবান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (পতœীতলা) ইয়াছিন আলী, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠানে ¯’ানীয় গন্যমান্য ব্যক্তি ও সাধারন মানুষ অংশ নেন। অনুষ্ঠান অতিথিবৃন্দ নিয়ামতপুর থানা চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ বৃক্ষ রোপণ করেন। #