গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ রিক্সাচালক দরিদ্র পিতা জয়নাল হকের
মেয়ের যৌতুকের দাবি পরিশোধ করতে পারেনি। তাই তার মেয়ে মালেকা
বেগম (২৫) কে দুটি শিশু সন্তান নিয়ে স্বামী সংসার ছেড়ে এখন থাকতে
হচ্ছে বাবার বাড়িতে। ফলে একবেলার এক মুঠো খাবার খেয়ে মালেকা বেগম
অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে তার সন্তানদের নিয়ে পিতৃগৃহে
মানবেতর জীবন যাপন করছে।
জানা গেছে, সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম ফলিয়ার রিক্সাচালক
জয়নাল হকের মেয়ে মালেকা বেগম এর সাথে একই এলাকার সাবেক ইউপি
মেম্বর হাফিজারের ছেলে শফিকুল ইসলাম ডালেসের সাথে দীর্ঘদিন প্রেমের
সম্পর্ক চলে আসছিল। পরে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের
আলোচনার ভিত্তিতে তাদের বিয়ে হয়। এরমধ্যে তাদের সংসারে দু’সন্তান
আসে। একপর্যায়ে শফিকুল মালেকার কাছে ব্যবসা করার জন্য ৫০ হাজার
টাকা যৌতুক দাবি করে। ওই যৌতুকের টাকা পরিশোধ না করায় তার উপর
শুরু নির্যাতন। পরে নানা ছলে বাপের বাড়িতে নিয়ে এসে সেখান থেকে
পালিয়ে যায় যৌতুক লোভী শফিকুল। এমনকি তাদের সন্তানদের লালন পালনের
জন্য টাকা পয়সা দেয়াও সে বন্ধ করে দেয়। এ অবস্থায় যৌতুকের টাকা
পরিশোধ না করলে মালেকা বেগমকে তালাক প্রদান করা হবে বলেও হুমকি
প্রদান করে আসছিল শফিকুল। ফলে বাধ্য হয়ে মালেকা বেগম আদালতে নারী-
শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে বাধ্য হয়। মামলা করার পর থেকে
শফিকুল আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা প্রত্যাহার না করলে তাকে হত্যার
হুমকি প্রদান করে। এব্যাপারে মালেকা বেগম এখন চরম নিরাপত্তাহীনতায়
ভুগছে।