মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর অগ্রণী ব্যাংকের সিসি ক্যামেরার
ভিডিও ফুটেজ দেখে ২ মাস পর পকেটমারকে আটক করে পুলিশে দিয়েছে
ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রনী ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামান জানান, লালপুর
উপজেলার জোতদৈবকী গ্রামের ইসমাইল হোসেন নামের একজন গ্রাহক
১৭ জুলাই ব্যাংক থেকে ৭ হাজার ১শ টাকা তোলে পকেটে রাখলে আব্দুস
সালাম নামের এক পকেটমার কৌশলে তার টাকা পকেট থেকে বের করে নেয়।
বিষয়টি ব্যাংক ম্যানেজার জানলে তিনি ভিডিও ফুটেজ দেখে ঐ
পকেটমারকে শনাক্ত করে রাখেন। সোমবার (৮ আগষ্ট) আব্দুস সালাম ব্যাংকে
আসলে সিসি ক্যামেরায় দেখে তাকে চিনতে পেরে আটক করে থানা
পুলিশের কাছে হস্তান্তর করেন।এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে থানায়
মামলা করেছেন।