ঢাকা: গতকাল সন্ধায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নেতারা।মঞ্জুরুল আহসান বুলবুল গত ২৯ শে জুলাই বিএফইউজে ২০১৬ নির্বাচনে ৩য় বারের মতো নির্বাচিত হন।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আ ফ ম মশিউর রহমান,সহ-সভাপতি সাইফুল্লাহ সেলিম,সাধারণ সম্পাদক মুনতাসীর রায়হান মীম,সহ দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ ও সাংবাদিক মিলাদ উদ্দিন মুন্না।মঞ্জুরুল আহসান বুলবুল বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন অনলাইন এখন সকলের কাছে পরিচিত একটি মাধ্যম।এই অনলাইন সাংবাদিকদের মাধ্যমে খুব দ্রুত সময়ে সকলে সংবাদ পেয়ে থাকে।আমি আশা করি বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি সততার মধ্যে থেকে সকল অনলাইন সাংবাদিকদের একত্রিত করে বাংলাদেশের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে। সৌজন্য সাক্ষাত শেষে বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আ ফ ম মশিউর রহমান মঞ্জুরুল আহসান বুলবুল এর উদ্দেশে একটি অভিনন্দন পত্র পাঠ করেন।