হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি-ঢাকা ঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা পুলিশ কর্তৃক অজ্ঞাত পরিচয়ের যুবকের বস্তাবন্দি মরদেহ
উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া সেই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
পুলিশ জানায় রবিবার সকালে আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে যানা গেছে, সকালে বাইশমাইল এলাকায় যুবকের বস্তাবন্দি মরদেহ দেখতে পায়
স্থানীয়রা, পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। যুবকের শরীরে আঘাতের
চিহ্ন রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার
করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে
দেখা হচ্ছে।