শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

‘রোহিঙ্গা ইস্যুতে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি নয় ,সহ‌যোগিতা করতে চাই : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি করা, আমরা তা কখনই চাই না। আমরা বিভক্তি চাই না। আমরা চাই, সহযোগিতা করতে। সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য তৈরি করে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে।’

আজ রোববার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, মিয়ানমার থেকে যখনই রোহিঙ্গা আসতে শুরু করেছে, তাদের সাহায্যের জন্য আমরা বিএনপির পক্ষ থেকে কমিটি গঠন করেছি। সেখানে মির্জা আব্বাসসহ অনেক নেতাকর্মী দায়িত্বে রয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে সরকারের উচিত ছিল, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, সব রাজনৈতিক দল, পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করা। কিন্তু সরকার অত্যন্ত অন্যায়ভাবে বিরোধীদল যে ত্রাণ নিয়ে গেল তাতে বাধা দেয়। এতে প্রমাণিত হয়েছে যে, সরকার লোক দেখানো কার্যক্রম করছে। এই যে ত্রাণ ত্রাণ করছে, এগুলো লোক দেখানো।

অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং তাঁরা যাতে সেখানে নাগরিকত্ব ফিরে পায় সেজন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, ‘বিএনপি বিভক্তি চায় না, আমরা সহযোগিতা করব। ১৯৯৯ সালেও খালেদা জিয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন।’

এ সময় রোহিঙ্গা ত্রাণ ও সহায়তা কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451