শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

আত্রাইয়ে ৪৮টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দূর্গোৎসব আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র
করে এ বছর নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি পুজা মন্ডপে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডপ
তৈরির কাজ।
আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্টি পূজা ও দেবীর বোধন, বুধবার দেবী ষষ্টি ও অদিবাস,
বৃহস্পতিবার সপ্তমী পূজা, শুক্রবার মহা-অষ্টমী পূজা ও শনিবার মহা-নবমী শেষে বিজয়া
দশমী। ৫ দিনব্যপী চলবে এ দুর্গোৎসব।
এই উপলক্ষে উপজেলায় পূজা মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত
এগিয়ে চলছে।
আত্রাই পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসুদন প্রামাণিক ও সাধারন সম্পাদক বরুন
কুমার সরকার জানান,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয়
দুর্গা পূজা। প্রতি বছরের মতো এবারও এ উৎসবটি জাকজমকভাবে উদযাপন করা হবে। এ
বছর দুর্গা দেবী নৌকায় এসে দোলায় চলে যাবেন।
অন্যদিকে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদোজা জানান, শারদীয় দুর্গা
পূজা উপলক্ষ্যে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা
চলাকালীন দর্শনার্থীদের নিরাপত্তা দিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নারী
ও পুরুষ পুলিশ সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশেষ নজরদারী
রাখবে।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান জানান, সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাৎসব পালনে উপজেলা প্রশাসনের সকল প্রকার
সহযোগীতা করবে। সব মিলিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পুজা অনুষ্ঠান সম্পন্ন
করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451