শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

ভারতে ২ বছর কারা ভোগের পর পাচার হওয়া ৫ বাংলাদেশী যুবতীকে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি:
ভারতে ২ বছর কারাভোগের পর বাংলাদেশ থেকে পাচার হওয়া ৫ বাংলাদেশী যুবতীকে
বেনাপোল চেকপোষ্ট দিয়ে শনিবার রাতে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের কাছে
হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবতীদের অধিকাংশের বাড়ি নরসিংদী ও
ঢাকা জেলার বিভিণœ স্থানে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান
আড়াই বছর আগে এসব যুবতীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র
যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে দালালরা তাদের ভালো কাজের
প্রতিশ্রুতি ভঙ্গ করে মুম্বাই শহরে ফেলে পালিয়ে যায়। এ সময় মুম্বাই পুলিশ
তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ২ বছর কারাবাসের নির্দেশ দেন।
সেখান থেকে সংলাপ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার
হোমে রাখে। পরবর্তীতে তারা এসব শিশুদের নাম,ঠিকানা জোগাড় করে যাচাই-
বাচাই করে। পরে দু,দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগে ‘স্বদেশ
প্রত্যাবর্তনের’ মাধ্যমে আজ তাদের বাংলাদেশ ফেরত পাঠায়।
‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে ৫ বাংলাদেশী যুবতীকে দেশে ফেরত আনা হয়।
কাগজপত্রের কাজ সম্পন্ন করে মানবাধিকার সংগঠন রাইটস যশোর র কর্মকর্তা
বজলুর রহমানের নিকট ৫ জনকে হস্থান্তর করা হয়।সেখান থেকে আজই তাদের পরিবারের
কাছে পৌছে দেবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451