শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীপুর সড়কের বেহাল দশা খানা-খন্দ রাস্তায় জন জীবন বিপর্যস্ত ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

 মোঃ নাজিম উদ্দিন, শ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি।

 

শ্রীপুর উপজেলার অন্যতম ব্যস্তময় রাস্তাটি হল আনসার রোড। গত ১৩-১৪ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অনুদানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হতে শ্রীপুর সদর পর্যন্ত রাস্তাটি কার্পেটিং করা হয়। জণসাধারনের শ্রীপুর সদরে যাতায়াতের সুবিধা হয়। অন্যান্য রাস্তাগুলো গাড়ী, রিকসা সহ সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী বিধায় এ রাস্তাটির গুরুত্ব বেড়ে যায় এবং মানুষ সহ সকল প্রকারের যান বাহন চলাচল করতেছে। এই রাস্তা দিয়ে এস.কে সোয়েটারস লিমিটেড, এলোসান এ্যাপারেলস লিমিটেড এর দুটি ইউনিট, নোমান হোমস লিমিটেড ও আবরার ষ্টীল মিলস  লিমিটেড সহ আরো কয়কেটি কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও তৈরি পণ্য সরবরাহ করা হয়। আবেদ আলী গালর্স হাই স্কুল, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ২/টি কিন্ডার গার্টেন এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা যাওয়া আসা করে। বর্তমানে এই রাস্তাটি পায়ে হেটে চলাচলের জন্য অনুপযোগী। কারণ বেশ কিছুদিন পূর্বে আবরার ষ্টীল মিলস লিমিটেড এর ময়লা পানি বের করার জন্য কিছু স্বার্থন্বেশী মানুষের পরামর্শে পৌর মেয়র সাহেবের অনুমতিক্রমে রাস্তাটির দক্ষিণ পাশ দিয়ে ১ থেকে ১.৫ কিলোমিটার রাস্তা খনন করে ড্রেন করেন যাহা প্রায় ১ বছর হতে চলছে রাস্তাটি পুনরায় মেরামত করা হয়নি। পৌরসভা কর্তৃক ঐ কোম্পানিকে একাধিকবার নোটিশ  করার পরও কোন সুফল হয়নি। অনেক গাড়ী, রিকসা উল্টে গিয়ে মানুষ আহত হয়েছে। রাস্তার দিকে তাকালে মনে হয় এটা কোন রাস্তা নয় যেন ডোবা নতুবা শাইলজমি। এই  খানা-খন্দ রাস্তায় জনজীবন বিপর্যস্ত হয়ে অনেকে হাত-পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণ করেছেন। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে রাস্তাটি অনতিবিলম্বে মেরামতের দাবি করছেন সর্বস্তরের জণগণ।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451