চাটখিল প্রতিনিধি ঃ চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের প্রায় ১০ হাজারের অধিক লোকের এক মাত্র চলা ফেরার সড়ক কচুয়া বাজার সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন রিক্সা, ভ্যান, সিএনজি সহ চলা ফেরা করে শত শত যানবাহন। সব কিছু ঠিক আছে ঠিক নেই শুধু ছবির ব্রিজটি। ব্রিজটিকে কেন্দ্র করে এলাকার কিছু তরুন-যুবক করছে ধান্দাবাজি। ব্রিজের পাশের গর্তে নিজেদের উদ্দ্যোগ কিছু ইটের খোয়া দিয়ে চলাচল কারী প্রতিটি যানবাহন থেকে আদায় করছে চাঁদা। এদিকে ব্রিজের পাশের গর্তটি রুপান্তরিত হয়েছে মরন ফাঁদে। সাধারন সিএনজি থেকেও যাত্রীরা নেমে পারাপার হতে হয়।এদিকে সড়ক বিভাগের কোন নজর নেই এলাকাবাসীর দাবী ব্রিজটি যেন মেরামত করাহয়।