বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

তালার প্রসাদপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি থেকে বঞ্চিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১১০ নং প্রসাদপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায়

কোমলমতি শিশুদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালে খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

প্রণব ঘোষ বাবলুর প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় প্রসাদপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠি হয়। প্রায় তিন বছর অতিবাহিত

হলেও এখনও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসেনি। সরকারিভভাবে

শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নিয়ম থাকলেও এই বিদ্যালয়ের

ছাত্রছাত্রী উপবৃত্তি না পাওয়ায় শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন

পড়েছে বিপাকে। এদিকে আগামি বছর শিক্ষার্থী ভর্তি নিয়েও শংকায়

আছেন এলাকাবাসী। অত্যন্ত দরিদ্র ও অনুন্নত এই গ্রামের ছাত্র-ছাত্রীরা অন্যত্র

চলে যাওয়ার হুমকিও দিয়েছে। এখানে বর্তমানে চতুর্থ শ্রেণি পর্যন্ত

শিক্ষার্থীরা অধ্যয়নরত।

স্কুলের প্রধান শিক্ষক এমএ কাসেম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি

অবগত আছেন। এছাড়া বিগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর

রহমান কে বিষয়টি জানানো হয়েছিল কিন্তু কাজ হয়নি। তিনি আরো

বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম কাদের কয়েক বছর ধরে

ঢাকায় স্থায়ীভাবে বসবাস করায় বিদ্যালয়ের দেখভাল করতে পারেন না। তালা

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ রাজমনি জানান, স্কুলটি এখনও এ

বঞ্চিত

প্রকল্পের আওতাভূক্ত হয়নি বিধায় উপবৃত্তি চালু হয়নি। এদিকে এলাকাবাসী

বিষয়টি খতিয়ে দেখার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, তালা উপজেলা

নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট

কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451