বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি-বিওএসএস কেন্দ্রীয় কমিটি রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ আইডিয়াল ইনস্টিটিউটের মিলনায়তনে ঈদপুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনতাসীর রায়হান মীমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আ ফ ম মশিউর রহমান, সাইফুল্লাহ সেলিম, আলহাজ্ব মাসুম বিল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ সম্পাদক সীমান্ত আরিফ, ইসমাইল সিরাজি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক খলিল উদ্দিন ফরিদ, আন্তজাতিক বিষয়ক সম্পাদক নোমান কবির,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক কাজী মোঃশাহিন,সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃশাহিন,সহ দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ,দেশের নিউজ এর প্রধান সম্পাদক হাসান রিন্টু,বাংলার প্রতিদিনের বার্তা সম্পাদক এস এম আলী আযম,দীপ্ত টিভির মঞ্জুর রহমান,সাংবাদিক সৈয়দ মনিরুজ্জামান শ্রাবণ,সাংবাদিক ও সংগঠক শারমিন সুলতানা সালমা,সাংবাদিক সাকিল মণ্ডল সহ অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন , “ঈদ মানে আনন্দ” ঈদের মূল শিক্ষা হল মানুষের মধ্যে ভেদাভেদ ও বৈষম্য দূর করা।এই বৈষম্য দূর করার মাধ্যমে প্রকৃত ঈদের স্বাদ অনুভব করা সম্ভব।