মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে
করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে
উপজেলা ভূমি অফিস চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে আত্রাই উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতির মোঃ মুনসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য
দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, সহকারী কমিশনার
(ভূমি) জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু,
মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি
নৃপেন্দ্রনাথ দত্ত সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রমূখ।
সকলকে সচেতন করতে হবে ও ব্যাপক প্রচারণা চালাতে হবে। রাজনৈতিক ব্যক্তির
জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। এছাড়া ডিজিটাল ব্যবস্থাসহ আধুনিক
ব্যবস্থার উন্নয়নও দুর্নীতি রোধ ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে বক্তারা উল্লেখ
করেন। পরে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।