বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

গুলশানে হামলা, ঢাকাজুড়ে রেড অ্যালার্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হামলার পর শনিবার ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। এছাড়া রাজধানীর সকল স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি।

এদিকে শনিবার সকালে যৌথ অভিযানের প্রথম পর্যায়ে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেতরে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়।

শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় সেনা কমান্ডোরা। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451