সামাজিক সংগঠন ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসডি) এর
উদ্যোগে শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের ফতুল্লায় কবি নজরুল কিন্ডারগার্টেনে
প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক ও ইফতার বিতরণ করা হয়।
উপস্হিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ খোরশেদ আলম নোভেল, সহ-প্রতিষ্ঠাতা
আ.ফ.ম. মশিউর রহমান, নোশিন শারমিলি, স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব জামান
মিয়া, স্কুল কমিটির সভাপতি জনাব সাহাবউদ্দিন সহ তুহিন , আকিব , শফিকুল , শান্ত
, ওয়ালি , রাজিব , ফয়ছাল , রাকিব , পলাশ , অনু , রিয়ানা , সাথী , কান্তা , ঝিনুক ,
আশা , লিমা , জেমি , মুনসুর এবং সংগঠনটির একঝাকতরুণ ভলান্টিয়ার। বক্তারা
আশা প্রকাশ করেন, তরুণদের এই উদ্যোগ অসংখ্য মানুষকে প্রেরণা যোগাবে সমাজ ও
দেশের জন্য কল্যানজনক উদ্যোগ গ্রহনে এবং সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের পাশে
দাঁড়াতে।