ভ্রাম্যমান প্রতিনিধি-ঢাকাঃ
রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। জানা যায়, রাজধানীর ইত্তেফাক মোড়ে
বাসের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক গোলাম হোসেন (৪৪) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পথচারিরা জানান। এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন ব্যক্তি। এ
ব্যাপারে ওয়ারি বিভাগের উপ-কমিশনার মোঃ ফরিদ উদ্দিন জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নাম্বার রুটের একটি
বাস দৈনিক ইত্তেফাক মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৩ যাত্রী আহত হন।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান। এ
সময় নিহতের পকেটে থাকা পরিচয়পত্র দেখে গোলা হোসেনের পরিচয় জানা যায়।