ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নিতলা(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক
মৃত্যু হয়েছে।
থানা ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি
মঙ্গলবার সকালে সাপাহার থেকে নজিপুর গামী বরেন্দ্র এক্সপ্রেস
বাস গাড়ি দ্রুতগতিতে নকুচা মোড়ে মোটরসাইকেল
আরোহীর অসাবধানতা বশতঃ কোনদিকে লক্ষ্য না রেখে সড়কে উঠতে
গিয়ে ওই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উপজেলার
নকুচা মোড়ে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবর
ইউপি’র পলি পাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক কাজল (৩৫) নামের এক
ব্যক্তির ঘটনা স্থলেই মৃত্যু হয়। নিহত কাজল দিবর ইউনিয়নের
কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের ছেলে। নিহতের পুত্র আল-আমিন
(৭) গুরুতর আহত হলে তাৎক্ষণিক ভাবে রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেড়টার
দিকে শিশুটিরও মৃত্যু ঘটে ।
থানা ওসি আজিম উদ্দীন উপরোক্ত ঘটনাটির সত্যতা নিশ্চিত করে
বলেন, বাস গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে ও মামলা
প্রক্রিয়াধীন রয়েছে।