অনলাইন ডেস্কঃ
সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গেলো বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শিমুল পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে মারা যান।