এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর
১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ
মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন
করেন। পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্লাবের
আহব্বায়ক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু. সামছুল হাসান মিরন,
ফুয়াদ হোসেন, বিডিনিউজের আবু নাছের মঞ্জু, এশিয়ান টিভির তাজুল
ইসলাম মানিক, সমকালের জেলা প্রতিনিধি (দক্ষিণ) গোলাম মহিউদ্দিন
নসু, (উত্তর) আনোয়ারুল হায়দার, সাপ্তাহিক নোয়াখালীর সম্পাদক মীর
মোশাররফ হোসেন মিরন প্রমুখ। বক্তারা শিমুলের হত্যাকারী শাহাজাদপুর পৌর
মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।